চাঁদপুর: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানে সারাদেশেই ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। চাঁদপুরে এই কাজটি চলমান।
সদর উপজেলায় ৪টি পরিবারের জন্য উপজেলা পরিষদ রাজস্ব তহবিল এর অর্থায়ন থেকে বাগাদি ইউনিয়ন এ ভূমিহীন ও গৃহহীন ৪টি পরিবারের জন্য করে দেয়া হচ্ছে ৪টি সেমি পাকা ঘর।
সোমবার (২৬ এপ্রিল) ৪টি ঘরের কাজের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।
এসময় উপস্থিত ছিলেন বাগাদি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন বিল্লাল ও প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা রফিকুল ইসলামসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/