রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদরে টিআর-কাবিটার অনুকুলে ১২৪টি সৌর বিদ্যুত চালিত সোলার প্রকল্প বরাদ্ধ করা হয়েছে । মাঠ পর্যায়েও এসব বরাদ্ধকৃত সোলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপনেরও কাজ শুরু হয়েছে । আর এ কাজ নিয়ে নানা প্রশ্ন ও বির্তক দেখা দিয়েছে । সোলার স্থাপনকালে থাকে না কোন মনিটরিং । প্রকল্প কমিটির সভাপতির স্বাক্ষর ছাড়া কোন ক্ষমতা রাখা হয়নি । যার কারনে বরাদ্ধকৃত প্রতিষ্ঠানগুলো অনেকটা বাধ্য হয়েই সোলার লাগাতে হচ্ছে । প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছে না । যার কারণে মান যাছাইয়ের কোন সুযোগও পাচ্ছো প্রকল্প কমিটির সদস্যরা । তার উপর আবার সোলার সংযোগ লাগানোর সময় সংশ্লিস্ট প্রতিষ্ঠানকে বাড়তি ক্যাবল তার ,লাইট ,ফ্যান নগদ টাকায় ক্রয় করে দিতে হচ্ছে । রিমসো ফাউন্ডেশন নামের একটি কোম্পানি এ কাজটি করছে । উক্ত কোম্পানির থেকে আসা কয়েকজন স্টাফ এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সোলার লাগানোর কাজটি করে থাকে । কাজ করার সময়ও কোম্পানির আসমত উল্যাহ নামে জনৈক প্রজেষ্ট সুভারভিশন অফিসার উপস্থিত থাকতে দেখা যায় । কিন্তু থাকে না সদর ইউএনও অফিস কিংবা সদর পিআইও অফিসের কোন কমকর্তা । যার কারণে কোম্পানির মত করে সোলার সংযোগের কাজটি ,যাচ্ছে তাই করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । এ ছাড়াও মাষ্টার রোল বাবদ প্রত্যেক প্রতিষ্ঠানকে প্রকল্প বাবদ ১হাজার টাকা করে চাঁদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসকে দিতে হয়েছে । এখানে আশ্চার্য্যরে বিষয় হচ্ছে রিমসো ফাউন্ডেশন নামের একটি কোম্পানি সোলার সংযোগসহ সব কাজ করলেও কাজের মাষ্টার রোল দিতে হচ্ছে প্রকল্প কমিটিতে । এ নিয়ে প্রকল্প কমিটির সাথে বাকবিতন্ডা হচ্ছে ,অসন্তোষ বাড়ছে। শনিবার চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ানকে জানালে তিনি বলেন,বিষয়টি কোন প্রতিষ্ঠানের আপত্তি থাকলে বলতে পারে ,ব্যবস্থা গ্রহন করা হবে । তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । এ ব্যাপারে গতকাল শনিবার বিকেলে চাঁদপুর সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,সোলারের বিষয়টি নীতিমালা রয়েছে । যে কোম্পানি সোলার দিচ্ছে তারা ৫ বছরের গ্যারান্টি দিচ্ছে । তারপরও বিষয়টি মনিটরিং করা হচ্ছে।এ ব্যাপারে রিমসো ফাউন্ডেশন প্রজেষ্ট সুভারভিশন অফিসার আসমত উল্যাহ জানান,মন্ত্রনালয় থেকেই আমাদের কোম্পানি সোলারের কাজ পেয়েছি। নীতিমালা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করছি । বিষয়টি মনিটরিং করবে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসাররা ।