চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানজিদা শাহনাজ সরকারের বিভিন্ন উন্নয়মূলক কাজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও পরবর্তীতে হানারচর ইউনিয়নের পরিদর্শন করেন।
এ সময় তিনি উন্নয়ন কাজের অংশ হিসেবে দুপুর দেড়টায় “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” লক্ষীপুর ইউনিয়ন এ ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিতব্য সেমিপাকা ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এর আগে তিনি হানাচর ইউনিয়নের বিদ্যালয়ের নতুন ভবন ও সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম, হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. ছাত্তার রাঢ়ীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এইদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৪ এপ্রিল মেঘনায় নৌক ডুবিতে নিহত ৪ জেলের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে তুলে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/