চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা থেকে একটি প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে ডাকাতদল পালিয়ে যায়।
সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রব জানান, একদল ডাকাত শহরের জিটি রোড এলাকায় একটি প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নিলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে।
পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা বাগাদী চৌরাস্তায় গিয়ে গাড়ি ও ডাকাতির সরঞ্জাম রেখে পালিয়ে যায়।
এ সময় পুলিশ একটি প্রাইভেটকার, ২টি চাপাতি, ৯টি মোবাইল সেট, ১টি খেলনা পিস্তল, নগদ টাকা, লাঠি, ছুরি ও ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম করে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ আরও জানায়, চাঁদপুর শহরে প্রায় রাতেই ওই গাড়িটি (ঢাকা মেট্রো-গ ১৩২৯২১) দিয়ে ডাকাতরা দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লঞ্চ ও ট্রেন যাত্রীদের কাছ থেকে ডাকাতি করত।