চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা পরিষদে এপ্রিল মাসের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সন্ত্রাস ও নাশকতা বিষয়ে আলোচনা এবং প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
চাঁদপুরনিউজ/এমএমএ/