মিজানুর রহমান রানা
চাঁদপুর সদর উপজেলা দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক মেয়াদী কমিটির নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সকল সদস্যের সম্মতিক্রমে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। ওই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক গত ২৯ আগস্ট ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল ৩১ আগস্ট প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের দিন ছিল। ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন। আগামী ১১ সেপ্টেম্বর এই সংগঠনটির মোট ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১১ পদের মধ্যে ৪টি পদে প্রতিনিধি নির্বাচিত করবেন। বাকি ৭টি পদে গতকাল প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় ওই ৭টি পদে ৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।
গত ২৯ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১টি পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রার্থীদের যাচাই বাছাই সম্পূর্ণ শেষে বেশ ক’জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১টি পদে যে সকল প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তারা হচ্ছেন সভাপতি পদে মো. বেলাল আহমেদ, প্রচার সম্পাদক পদে জিএম সামছুল আলম, দপ্তর সম্পাদক পদে আল মামুন লিটু। যার ফলে আগামী ১১ সেপ্টেম্বর সভাপতি পদে দু’জন যথাক্রমে মো. গোলাম মোস্তফা খান ও সাদিকুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান মিয়া, মো. খায়রুল ইসলাম বিল্লাল ও মো. আক্তারুজ্জামান, সাংগঠনিক পদে মফিজ উল্যাহ মিয়া, এম আই মমিন খান, জিএম মোরশেদ আলম, শাহজাহান বেপারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মুশফিকুর রহমান, য্গ্মু সম্পাদক পদে গিয়াস উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক পদে খোরশেদ পাটওয়ারী, দপ্তর সম্পাদক পদে আবদুর রহিম বেপারী ও কার্যকারী সদস্য পদে মো. সোহরাব হোসেন নাছির, আমিনুল আলম রিয়াদ ও হানিফ আখন্দ নির্বাচিত হয়েছেন। আজ যে সকল পদে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।