মিজান লিটন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ছিলো গতকাল। উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থীদের মাঝে এ দিন প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে তাদের কর্মী-সমর্থকরা নেমে পড়েছেন প্রচারণায়। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৪জন। এরা হলেন : আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী (আনারস), বিএনপি সমর্থিত দেওয়ান মোঃ সফিকুজ্জামান (দোয়াত-কলম), জাতীয় পার্টি সমর্থিত অ্যাডঃ মহসিন খান (টেলিফোন) ও ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদিন (কাপ-পিরিচ)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৬ জন প্রার্থী। এরা হলেন বেলায়েত হোসেন বিল্লাল (বই), নাজমুল হোসেন পাটওয়ারী (তালা), এসএম জয়নাল আবেদীন (জাহাজ), খলিলুর রহমান গাজী (চশমা), অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া (উড়োজাহাজ) ও মোঃ হানিফ গাজী (মাইক)। এদের মধ্যে বেলায়েত হোসেন বিল্লাল, নাজমুল হোসেন পাটওয়ারী ও এসএম জয়নাল আবেদীন হচ্ছেন আওয়ামী ঘরানার। দলীয়ভাবে এদের কাউকে একক সমর্থন দেয়া হয়নি।
বিএনপি থেকে একক ভাইস চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান গাজী (চশমা) হলেও ১৯ দলীয় জোটের শরীক জামায়াতের অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া (উড়োজাহাজ) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মাইক প্রতীক নিয়ে আছেন মোঃ হানিফ গাজী। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে গতবারের ন্যায় এবারো দু� দলের দু�জন। এরা হলেন : আওয়ামী লীগ সমর্থিত শিপ্রা দাস তার প্রতীক কলস ও বিএনপি সমর্থিত অ্যাডঃ মনিরা চৌধুরীর প্রতীক পদ্মফুল।
প্রতীক পাওয়ার পর উল্লেখিত প্রার্থীদের পক্ষে শুরু হয় নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মাইকে প্রাথমিক প্রচারণা শুরু করেন প্রার্থীরা। একের পর এক প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে চাঁদপুর শহর এলাকা। ইউনিয়নের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে প্রার্থীদের প্রতীকসহ প্রচারণা। হিসাব নিকাশ করছে কার সাথে কার লড়াই হবে। প্রাথমিক পর্যালোচনায় বুঝা যায় চেয়ারম্যান পদে লড়াই হবে জমজমাট। গতবারের মতো এবারো প্রধান দু�টি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন আওয়ামী লীগের ইউসুফ গাজী (আনারস) ও বিএনপির একক প্রার্থী দেওয়ান মোঃ সফিকুজ্জামান (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে ভোটারদের তেমন ভাবনা না থাকলেও চেয়ারম্যান প্রার্থী গাজী ও দেওয়ানের জমজমাট লড়াই হবে বলে মুখে মুখে আলোচিত হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা যাচাইয়ে সদর উপজেলা নির্বাচনটি দু�দলের কাছেই অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে ভোটাররা। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসের সাথে ভোট যুদ্ধ হবে পদ্মফুলের। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ভোটে ভাগ বসাতে চায় জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থীদ্বয়। আগামী ২৭ ফেব্রুয়ারি এ উপজেলার নির্বাচন।