মিজানুর রহমান রানা
চাঁদপুর সদর উপজেলা শিা অফিসার মুহাম্মদ মোছাদ্দেকের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিা অফিসার আকতার হোসেন বলেন, মানুষ যখন ভালো কাজ করে সেই ভালো কাজের ভালো মানুষের জন্য ভালো কথা বলতে হয়। যে কোনো বিদায়ী অনুষ্ঠানে সবাই ভালো বলে থাকে। সেই ব্যক্তি যদি খারাপও হয়ে থাকে ভালো বলে তাকে বিদায় জানানো হয়। ভালো অফিসার হতে হলে যোগ্যতার প্রয়োজন। চেষ্টা করলেও ভালো অফিসার হওয়া যায় না। অফিসারদের বড় গুণ যে কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে সিনিয়র অফিসারদের সাথে সমন্বয় করা। বিদায়ী মোছাদ্দেক একজন ভালো মানুষ। চাঁদপুর যে কোনো সরকারি চাকুরিজীবীর জন্য একটি ভালো স্টেশন। এখানকার মানুষ সরকারি চাকুরীজীবীদের সকল কাজে সহযোগিতা করে তাকে, যা অন্য কোনো জেলায় দেখা যায় না। চাঁদপুরে আমার চাকুরীজীবনে যাদের নিয়ে কাজ করতাম, গত দুই মাসে ৪/৫ জনকে বদলী করা হয়েছে। যাদেরকে বদলী করা হয়েছে, তারা সকলেই সৎ ও নিষ্ঠাবান অফিসার ছিলেন। আমি যাদের নিয়ে কাজ করতাম, তারা সবাই চলে যাচ্ছে। এখন আমি কাদেরকে নিয়ে কাজ করবো। আমাদের মধ্যে ভালো মানুষ রয়েছে। বিদায়ী মোছাদ্দেক তাদেরই একজন। আমি হতবাক হয়ে যাই, যাদেরকে বদলী করা হয়েছে তাদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কোনো শিক একটি অভিযোগও করে নাই। আমি এসব অফিসারদের ওপর নির্ভর করতাম। এসব অফিসারদের আমি যে দায়িত্ব পালনের নির্দেশ দিতাম তারা তা সুন্দরভাবে দ্রুত পালন করতো।
গতকাল বুধবার হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কেন্দ্রীয় শিক সমিতির সভাপতি সরদার আবুল বাশারের সভাপতিত্বে ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. হাফেজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমজি ফারুক ভূঁইয়া, সহকারী জেলা প্রাথমিক শিা অফিসার মো. হুমায়ুন কবির, খোরশেদ আলম, জেলা প্রাথমিক শিক সমিতির সভাপতি আ. হালিম মিয়া, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক শাহাবুদ্দিন পাটওয়ারী, ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা ইসমত আরা সাফি বন্যা, ষোলঘর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. মোস্তফা কামাল, বিষ্ণুদী আজিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা খোদেজা বেগম লাকী, ইউআরবি ইনস্ট্রাক্টর মমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক-শিকিাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা শিা অফিসের উচ্চমান সহকারী রফিকুল ইসলাম এবং অফিস সহকারী শাহাদাত হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে বিভিন্ন স্কুলের শিকবৃন্দ শুভেচ্ছা উপহার তুলে দেন।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।