মোঃ জাবেদ হোসেন :
চাঁদপুর সদর নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল সহ ৩ জেলে আটক করা হয়েছে। এক বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়। আজ ভোর ৪টা থেকে সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত এসএসপি রিপনের নির্দেশে নৌ-ফাড়ির ইনচার্জ মনির এর নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি নৌকা, ৩জন জেলে ও কারেন্ট জাল সহ আটক করা হয়। আটককৃতরা হলো- কল্যানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন গাজির ছেলে ইলিয়াস (৩৫), সিদ্দিক পাটওয়ারীর ছেলে শামিম পাটওয়ারী (২০), হজু বকাউলের ছেলে সফিক বকাউল (২০)। এদেরকে নৌ পুলিশ ফাড়িকে আটক করে আনলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চয় কুমার মহন্থ তাদেরকে এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়। নৌ-ফাড়ির এসএসপি রিপন জানান, আমাদের মা ইলিশ রক্ষা করার অভিযান ১৫ অক্টোবর পর্যন্ত কঠোরভাবে বিভিন্ন জায়গা ক্রয়-বিক্রয় ও অবৈধ কারেন্ট জাল আটক করতে অব্যাহত থাকবে।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।