স্টাফ রিপোর্টার॥ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য রঘুনাথপুর এর বাসিন্দা ফার্নিচার মিস্ত্রি শামীম বেপারীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।গতকাল শুক্রবার বাদজুমা রঘুনাথপুর তিনগাছতলা থেকে মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি লক্ষ্মীপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড এলাকা প্রদক্ষিন করে ঘাতকদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলে শতশত মানুষকে অংশ নিতে দেখা যায়। পরে স্থানিয় বেপারী বাজার সংলগ্ন তেরিসপুলের নিকট বিক্ষুব্দ এলাকাবাসী রাস্তার ওপর দাঁড়িয়ে র্দীঘ মানববন্ধন করেন। এসময় এলাকাবাসী অতি দ্রুত হামলাকারীদের পুলিশ খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় এবং বলেন আমরা নৃশংস ওই ঘটনার ন্যায় বিচার চাই।
এলাকাবাসী জানায়,দশম শ্রেণির ছাত্রীকে এলাকার কয়েকজন বখাটে প্রায় ইভটিজিং করত।ঘটনাটি ওই ছাত্রীর চাচা ফার্নিচার মিস্ত্রি শামীমকে জানালে সে ইভটিজারদের প্রতিবাদ করে এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার সময় বখাটে সন্ত্রাসীরা শামীমকে ঘর থেকে ডেকে নিয়ে পাটওয়ারী স্কুলের কাছে কুপিয়ে মারাত্মক জখম করে। মধ্য রঘুনাথপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে শামীম(১৭) রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শামীমের চাচা মফিজ বেপারী জানান,তাঁর ভাতিজার অবস্থা ভালো না।সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় হত্যার চেষ্টা মামলা করা হয়েছে। ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মনির মোল্লাকে হুকুমের আসামি করে ১৬জনের নাম উল্লেখ পূর্বক মামলাটি করেন আহত শামীমের আরেক চাচা নান্নু বেপারী।হামলাকারী ঘাতকরা হলো এলাকার সফিক খানের ছেলে তারেক,শাহাজাহান গাজীর ছেলে সজিব গাজী এবং তাদের সহযোগি ফিরোজ খান,হোসেন দিদার,শরিফ ভুইয়া,রাকিব কাজি,ফরহাদ গাজী,নয়ন পাটওয়ারি,ইমন ভুইয়া,হাছান দিদার,রাব্বি মোল্লা,মমিন মাঝি,খলিল রাঢ়ি ও রাহুল শেখ। এরা সবাই বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।মামলার তদন্তের দায়িত্বে আছেন চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর মনির আহমেদ।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।