রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর সদর উপজেলার রামপুরে মইনুদ্দিন নমে এক ওয়ার্কসপ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু। শনিবার দুপুরে স্থানীয় রামপুর বাজারের সুন্দরদিয়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। জানাযায়, শ্রমিক মাইনুদ্দিনের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর রংবুলিয়া গ্রামে। তার পিতার নাম মৃত আবুল হোসেন। সে চাঁদপুর সদর উপজেলার রামপুর বাজারের সুন্দরদিয়া এলাকার ওয়ার্কশপে মালিক। উক্ত ওয়ার্কশপে বিদ্যুতের তার দীর্ঘদিন এলোমেলোভাবে ও ঝুলন্ত পরে ছিলো। এসব বিষয়ে শ্রমিকরা মালিকপক্ষকে জানালেও তাতে মালিক কোন কর্ণপাত করেনি। অবশেষে বিদ্যুতের এলামেলো তারের সংযোগের সাথে সর্ট খেয়ে শ্রমিক মাইনুদ্দিন ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষনিক স্থানীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মইনুদ্দিনের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে ।