মতলব দক্ষিণ নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামে ব্যবসায়ীকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতলে ব্যবসায়ী ফজলু মিয়ার ছেলে হযরত আলী (৪২) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টায় নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ছলিমুদ্দি সরকার বাড়ির পশ্চিম পাশে হোসেনের দোকান থেকে হযরত আলী এনটিভির খবর দেখে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বদরপুরের বিএনপি জামায়াত শিবির কর্মী জুনায়েদ (৩০), সুমন (৩০), আমিন (২৮), সাত্তার (২৯), জুয়েল (২৮), ফয়েজ (২৮) দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব থেকে ওঁৎ পেতে সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়। এতে হযরত আলীর ডান পা ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা দৌঁড়ে এসে প্রথমে নারায়ণপুর বাজারে প্রাথমিক চিকিসা দিয়ে মতলব হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবণতি দেখে ঘটনার দিন রাতেই তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে রেফার করে। বুধবার বিএনপি ও ১৮ দলীয় জোটের হরতাল অবরোধচলাকালীন সময়ে সিএনজি স্কুটার যোগে বহুকষ্টে রাত ৩টায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
হযরত আলীর আত্মীয়স্বজনরা জানায়, বদরপুরে তার একটি স্টেশনারী দোকান রয়েছে। উল্লেখিত সন্ত্রাসীরা প্রতিদিন তার দোকানে গিয়ে বিভিন্ন সদাই কিনে ক্ষমতার প্রভাব খাটিয়ে পঁয়সা না দিয়ে চলে আসতো। এ ঘটনায় বেশ ক’বার তার সাথে কথা কাটাকাটি হয়েছে। তারা তার কাছে বিভিন্ন চাঁদা দাবি করতো। পূর্ব শত্র“তার জের ধরে ঘটনার দিন রাতে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটনায়। সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন মাদক পাচার ও সেবনের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানায়, হযরত আলীর ডান পায়ের কয়েকটি হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।