চাঁদপুর: ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুরে দুরারোগ্য ৯জন রোগীর মাঝে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ মার্চ) চাঁদপুর স্টেডিয়ামে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষ্যে আনন্দ উদযাপন মেলার সমাপনী অনুষ্ঠানে রোগীদের হাতে এসব অর্থ তুলেদেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/