রফিকুল ইসলাম বাবু,।অভিজিত রায় ॥
চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রশাসকিন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র বিষয় সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি ডাঃ দীপু মনি এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ক্রীড়া মানুষকে পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ক্রীড়ার মাধ্যমে মানুষ অহিংসাপরায়ন হয়। ক্রীড়া মাধ্যমে ব্যাক্তির মাঝে জাতীয়তাবোধ জাগ্রত হয়। এই কলেজটি প্রতিষ্ঠাতা হোসেন শদীদ সোহ্রাওয়ার্দী, যিনি উপমহাদেশের একজন মহান এবং আলোকিত একজন মানুষ। তোমারা এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্য লালন এবং ধারণ করবে। তিনি বলেন, শুধুমাত্র পরীক্ষায় ভালো করলেই চলবে না। ব্যাক্তিগতভাবেও নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমার পক্ষ থেকে এই কলেজের উন্নয়নের জন্য সকল প্রকার কাজে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মাননোন্নয়ে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। তাই এদেশের শিক্ষা-ব্যাবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। আজেকের এই বিশাল আয়োজনে যারা প্রত্যক্ষ-এবং পরোক্ষভাবে জরিত তাদের সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দ জানাই।
কলেজের অধ্যক্ষ এএসএম ড. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উদযাপন পরিষদের আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসিত বরণ দাশ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী ও প্রভাষক শেখ আমেনা।
প্রধান অতিথির বক্তব্য শেষে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে স্বপথবাক্য পাঠ এবং শিক্ষার্থীদের কুচকাওয়ার অনুষ্ঠিত হয়। সব শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী চিকিৎসক ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, জেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, পুরাণবাজার কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার আহমেদ, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, শাহ্ মো. মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, রহিম বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান গৌরাঙ্গ চন্দ্র দাস, গণিত বিভাগের বিভাগীয় প্রধান সুভাষ চন্দ্র রায়, দর্শণ বিভাগের বিভাগীয় প্রধান আমজাদ হোসেন, ইসলামী স্টাডিজ ও আরবী বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ রুহুল আমিন, পদার্থ বিদ্য বিভাগের বিভাগীয় প্রধান উমেশ চন্দ্র লোধ, উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুশীল কুমার নাহা, ইতিহাস বিভাগে বিভাগের বিভাগীয় প্রধা শেখ মোঃ খলিলুর রহমান, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিভাগের বিভাগীয় প্রধা মোঃ শওকত ইকবাল ফারুকী, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহিদুল ইসলাম ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির, শরীর চর্চা শিক্ষক স্বপন কুমার সাহা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রূপক রায়।
উল্লেখ্য ক্রীড়া প্রতিযোগীতাপূর্বে চাঁদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।