অভিজিত রায় ঃ
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুবৃত্তরা। জানাযায়, শুক্রবার রাতে কে বা কাহারা রাতের বেলায় পুকুরে বিষ প্রয়োগ করেছে। যারফলে ভোর রাত থেকেই পুকুওে চাষকৃত মাছ মাছ মরতে শুরু করেছে। গতকাল দুপুর পর্যন্ত চাষকৃত প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ মরে পানির উপরে ভেসে উঠে। পুকুরের লিজকৃত স্বত্তাধিকারি এম এ্ইচ কে বাতাস মিয়াজী জানায়,
গত প্রায় মাস খানেক পূর্বে পুরাণ বাজার এলাকার সাগর উরপে টোকাই সাগর, রনি ও টিটু তার পুকুর থেকে প্রায় রাতেই মাছ ধরতো এ নিয়ে তাদের নিষেধ করা হয়। সে সময় তারা কিছুটা ক্ষিপ্ত মনোভাব দেখিয়েছিলো। তারাই রাতের আধারে পুকুরে বিষ ফেলেছে বলে তিনি ধারনা করেন। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।