চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগিনীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
জামতলা ছৈয়াল বাড়ির বাবুর স্ত্রী শামছুন নাহার (২০)-এর প্রসব ব্যথা উঠলে গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে চাঁদপুর আড়াইশ� শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যার রেজিঃ নং-২৪৪৮০। সন্ধ্যা ৬টায় শামছুন নাহারকে ছোট সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করানো হয়। পরদিন ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৭টায় শামছুন নাহার হাসপাতালেই মারা যায়। নিহত শামছুন নাহারের বড় মামা আঃ খালেক ছৈয়াল চাঁদপুর কণ্ঠ অফিসে এসে অভিযোগ করেন, তার ভাগ্নির সন্তান ভূমিষ্ট হওয়া থেকে যে ডাক্তার দায়িত্ব পালন করেছেন তার অবহেলার কারণে তারা ভাগ্নি মারা যায়। ডাক্তার চিকিৎসায় অবহেলা করায় সে মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নার্স জানান, স্বাভাবিক প্রেসার থাকলে ডেলিভারী করানো হয়। আয়ত্তের বাইরে প্রেসার থাকলে ঐ রোগীর ডেলিভারী করানো হয় না। নিহত শামছুন নাহারের স্বাভাবিক প্রেসার থাকার কারণেই তাকে ডেলিভারী করানো হয়েছে। রাতের বেলায় হাসপাতালে কোনো গাইনী ডাক্তার থাকে না। নার্সরাই ডেলিভারী করে থাকে। জটিল রোগী হলে গাইনী ডাক্তারের পরামর্শ নেয়া হয় অথবা ডাক্তার আসেন।