চাঁদপুরে বাড়ছে শীতের তীব্রতা তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে ঠান্ডাজনিত রোগ। একটি সমীক্ষা থেকে জানা গেছে, গত ৩ দিনে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে অর্ধশতাধিক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গত ১৫ জানুয়ারি ১৮ জন শিশুকে ভর্তি করা হয়। এরা হলো ফরিদগঞ্জের জান্নাত (১.৫), মধ্য শ্রীরামদির বেবি (৩ দিন), সখিপুরের রবিউল (৩ মাস), সন্তোষপুরের সাইমুন (৭ মাস), রঘুনাথপুরের ইসমাইল (৭ মাস), আফসার (৭ মাস), বহরিয়ার হাবিব (১ মাস), রাহাত (৫ মাস), ইব্রাহীমপুরের স্বাধীন (২ বছর), বহরিয়ার মাহী (২ মাস), শ্রীপুরের বেবি (৩ দিন), গোয়ালভাওরের ওমর (৫ মাস), বাঘড়া বাজারের ইয়াসমিন (১০ মাস), রঘুনাথপুরের বাবু (১ দিন), ফরিদগঞ্জের নুর তাজল (৩ মাস), প্রফেসরপাড়ার ইসমাইল (দেড় মাস)। ১৬ জানুয়ারি ১৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এরা হলো: বাবুরহাটের ফাইয়াজ (৯ মাস), নুসরাত জাহান (৫ মাস), হাইমচরের খালেক (৪ মাস), বাবুরহাটের নিহাদ (২ বছর), মান্দারীর আব্দুল্লাহ (দেড় বছর), পুরাণবাজারের মাহবুব (দেড় বছর), সুজাতপুরের তানভীর (১ মাস), আশ্রাফুল (আড়াই মাস), কমলাপুরের মমিন (আড়াই বছর), চরবাকিলার বেবি (১দিন), রঘুনাথপুরের বেবি (১দিন), বাকিলার রানা (২৩ দিন), বিষ্ণুদীর মাহেরী (২ বছর), মতলবের রাব্বি (৫ মাস), নতুন বাজারের মরিয়ম (৩২ দিন)।
গতকাল ১৭ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪ জন শিশুকে। এরা হলো : নারায়ণপুরের ওমর ফারুক (১১ দিন), আশিকাটির নাফিজ (২ মাস), নাউরির সুমাইয়া (আড়াই মাস), চান্দ্রার বিজয় (৩ মাস), ফরাজিকান্দির সাফিন (৩ মাস), হাজীগঞ্জের শামিম (১ মাস), বাকিলার অনিক (৫ মাস), বহরিয়ার শারমিন (৫ মাস), বাবুরহাটের লিমন (৫ মাস), সাহেব বাজারের মিম (১ বছর ৩ মাস), রাজরাজেশ্বরের ইয়াছমিন (১ মাস), রঘুনাথপুরের জান্নাত (১ মাস), বড়স্টেশনের মোবারক (দেড় বছর), এবং নুসরাত (২০ দিন)। হাসপাতালের কর্মরত চিকিৎক ডাঃ আনোয়ার হোসেনের সাথে আলোচনা করলে তিনি জানান, দু’ তিন ধরণের শিশুদের ঠান্ডা জনিত নিউমনিয়া রোগ হয়ে থাকে। এরমধ্যে বেশিরভাগ শিশু বঙ্ক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। যে সমস্ত শিশু আজকে ভর্তি হয়েছে এর মধ্যে বেশিরভাগ শিশুই এ বঙ্কা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। গত দু’ তিনদিন ধরে অস্বাভাবিকভাবে শৈত্য প্রবাহ পড়ার কারণে শিশুরা এই ঠান্ডা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।