প্রতিনিধি
চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে বহিরাগত অ্যাম্বুলেন্স চালকদের দৌরত্ম বৃদ্ধি পেয়েছে। লাশ নিয়ে অ্যাম্বুলেন্স চালকরা টানা হ্যাচরাকরতে দেখা যায়। এদের অত্যাচারে রোগীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব অ্যাম্বুলেন্স চালকরা নিজেদের ইচ্ছামত হাসপাতালের অভ্যন্তরে তাদের গাড়ি পার্কিং করে রোগীদের ভোগান্তি সৃষ্টি করছে। এদের কারণে অসহায় রোগীরা হাসপাতালে প্রবেশ করতে পারছেনা। এমনকি চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলা থেকে শুরু করে ৪র্থ তলা পর্যন্ত এসব অ্যাম্বুলেন্স চালকদের পদচারণা সরগম হয়ে থাকে। এরা রোগীদের কাছে ধর্ণাধরে চাঁদপুরের বাহিরে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে রোগী পরিবহনের চেষ্টা করে।
গতকাল ২৩ জুলাই বুধবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে গিয়ে দেখা যায়, এক মৃত ব্যাক্তির লাশ নিয়ে দু’ অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বাক্বিতণ্ডা ও লাশ নিয়ে চলছিল টানা হ্যাচরা। গত ২১ জুলাই চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের খান বাড়ির আরশাদ খান (৫০) নামের এক বৃদ্ধ জটিল রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। গতকাল বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক আরশাদ খানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন।
এসময় অমল বাবুর মালিকানাধীন অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ, ৭৪-০০৯৯) আরশাদের মেয়ে ভাড়া করেন। একইভাবে আরশাদের সম্পর্কিত লোক বিশু নামের ব্যাক্তির অ্যাম্বুলেন্স (কুমিল্লা- ছ, ৭১-০০০১) ভাড়া করেন। এনিয়ে সুমন ও বিশুর মধ্যে কথা কাটা-কাটি দেখা দেয়। সুমন জানায়, কুমিল্লা নেয়ার জন্য আমাকে ভাড়া করা হয়েছে। বিশু জানায়, তাকেও ভাড়া করা হয়েছে। দু’ অ্যাম্বুলেন্স চালকের মধ্যে দেখে নেয়ার মত হুঁমকিও দেয়া হয়। কিন্তু যাকে পরিবহন করে কুমিল্লা নেয়ার কথাছিল সেই রোগী আরশাদ খান সকাল পৌঁনে ৬টায় মারা যায়। পরে এ লাশ বড়িতে নেয়ার জন্য এ দু’ চালকের মধ্যে মতবিরোধ দেখা যায়। উভয় চালকই তাদের পরিবহনের মাধ্যমে মৃত আরশাধ খানকে বাড়িতে নেয়ার জন্য টানা হ্যাচড়া শুরু করে। এক পর্যায়ে বিশুর মালিকানাধীন অ্যাম্বুলেন্স যোগ আরশাদ খানের লাশ বাড়িতে নেয়া হয়। উল্লেখ্য, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে যেসব বহিরাগত অ্যাম্বুলেন্স রয়েছে এগুলো অ্যাম্বুলেন্স হিসেবে চলাচলের কোন নির্দেশনা নেই। এগুলো বিভিন্ন মাইক্রোবাসে অ্যাম্বুলেন্সের হরণ লাগিয়ে ব্যবহার করা হচ্ছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।