শহর প্রতিনিধি-
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে একটি ব্রিফকেসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো। ঘটনাটি ঘটেছে, গতকাল ২১ অক্টোবর সোমবার সকালে। একটি ব্রিফকেস সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত হাসপাতালের বিএমের কার্যালয় সম্মুখের নাড়িকেল গাছের সামনে পড়ে থাকে। চাঁদপুর মডেল থানার জনৈক পুলিশ সদস্য ময়না তদন্তের কাগজ নিয়ে দেয়াল টপকে হাসপাতালে প্রবেশ করে। এ সময় তিনি দেখতে পান ঐ ব্রিফকেসটি নাড়িকেল গাছের পাশে রক্ষিত। বিষয়টি তার কাছে সন্দেহতীত হলে মডেল থানার উপ পরিদর্শক মানিক মিয়াকে অবগত করেন। তিনি সরেজমিনে এসে বিষয়টি অবলোকন করেন। তার পাশাপাশি হাসপাতালে আশা রোগী ও রোগীদের অভিভাকরা ব্রিফকিসটি নিয়ে কানাগোষা করতে থাকেন। বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে সবার মধ্যে এই ব্রিফকেসের মধ্যে কী আছে তা নিয়ে কানাগোষা চলতে থাকে এবং তারা নিজেরাও ব্রিফকেসটি নিয়ে আতঙ্কে পড়েন। চাঁদপুর মডেল থানা থেকে বেতার মাধ্যমে শহরের কর্মরত উপ-পরিদর্শক ওমর ফারুককে ব্রিফকেস সম্পর্কে বলা হলে তিনি বাবুরহাট থেকে দ্রুত হাসপাতালে পুলিশ সদস্যদের নিয়ে ছুটে আসেন। ব্রিফকেসটি হাতে নিলে এর প্রকৃত মালিক ছুটে আসেন। এই ব্রিফকেসটি গ্লোবাল হেলথ লিমিটেড এর বেবীকেয়ার দুধের প্রতিনিধির । এটি পুলিশের উপস্থিতিতে খুলে দেখা যায় এর মধ্যে টুথপেষ্ট, চিপস্ ও একটি স্প্রে রয়েছে। পরে সকলের মধ্য থেকে ব্রিফকেস আতঙ্ক কেটে উঠে ।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।