চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাফ করতে না পারায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থি অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে কলেজের বিভিন্ন শ্রেণীর দরজা জানালার গ্লাস ভাংচুর ও প্রতিবাদ সমাবেশ করেছে। খবরপেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি কলেজের ভিতরে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফরম ফিলাবের দাবীতে হটাৎ করে হট্রগোল বাঁধিয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়। ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুর সরকারি কলেজের ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক ও বানিজ্য বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী টেষ্ট পরীক্ষায় প্রায় ৩০ জন শিক্ষার্থী ২ বিষয় ও বাকি ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থি তার অধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেইসব শিক্ষার্থীকে ফরম পুরন করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এ সময় তারা অধ্যক্ষের কক্ষের সামনের ফুলের টব ভাংচুর করে এবং দোতালার শ্রেণী কক্ষের জানালার গ্লাস ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এক পর্যায়ে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালায়। তাৎক্ষনিক খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপরিদর্শক সাইদ হোসেন, ও এ এসআই আহসানুজ্জামাণ লাবু ঘটনাস্থলে পৌছে অধ্যক্ষের কক্ষের তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ জানায়, বোর্ড নির্ধারিত বিগত ৫ জানুয়ারী ফরম ফিলাবের শেষ সময় অতিবাহত হয়েছে। যেসব শিক্ষার্থিরা পরীক্ষার ফরম ফিলাব করতে না পারায় উত্তেজিত হয়েছে এবং কলেজে এসে হট্রগোল সৃষ্টি করেছে তাদেরকে একাধিকবার শ্রেণীতে আসার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের রেজাল্টের মূল সিটেও দুয়ের অধিক বিষয়ে তারা শোচনীয় ভাবে অকৃতকার্য হয়েছে। তার পরেও যেসব শিক্ষার্থীরা এর আওতায় পরেছে তাদের অনেকের অভিভাবক বিগত ৫ জানুয়ারীর পুর্বে এসে নিজ দায়িত্বে তাদের কারো কারো ফরম ফিলাব করেছে। কিন্তু এখন যারা উত্তেজনা করছে তাদের কেউ আসেনি। আর বোর্ড কতৃক নির্ধারিত সময়ও আর নেই।
এদিকে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, নিয়ম নীতি তোয়াক্কা না করে অনেকেই ২ বিষয় বা তার অধিক বিষয়ে ফেল করেও গোপনীয় ভাবে ফরম ফিলাফ করেছে। তাদের কাছে এ রকম কয়েকটি প্রমান রয়েছে বলে তারা দাবী করে।
পরবর্তিতে বিক্ষুৃব্ধদের জানানো হয় কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানের বরাবর একটি আবেদন করার জন্য যেন তাদেরকে ফরম ফিরাব করতে দেওয়া হয়। এ বিষয়ে অধ্যক্ষ আবেদন পত্রে শুপারিশ করবে বলে আশ্বস্থ করেন।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।