মিজান লিটন
চাঁদপুরের অন্যতম নারী শিক্ষার প্রাণকেন্দ্র চাঁদপুর সরকারি মহিলা কলেজের ৫০ বছর পূর্তি পালন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর সরকারি মহিলা কলেজটির ২০১৫ সালে ৫০ বছর পূর্তি হবে। গৌরবময় পথচলার ধারাবাহিকতায় এ কলেজ থেকে গত কয়েক দশকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা সম্পন্ন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়ে আছেন। তাই কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানটি ব্যাপকভাবে করার কথা জানালেন প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী ২০১৫-এর সম্পাদক শাহীন সুলতানা ফেন্সী। তিনি জানান, ২০১৫ সালে আমাদের কলেজটির ৫০ বছর পূর্তি হবে। বর্তমানে নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে আমরা প্রাক্তন ছাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই নিবন্ধন করেছেন। আমরা পুনর্মিলনীর সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি নির্ধারণ করেছি। আশা করি আমরা পুনর্মিলনী অনুষ্ঠানটি ভালোভাবেই করতে পারবো। পুনর্মিলনী সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন বলেন, পুনর্মিলনী উপলক্ষে ইতোমধ্যে বেশ কয়েকটি মিটিং করা হয়েছে। সিদ্ধান্ত নেয়া হচ্ছে, অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা চাই পুনর্মিলনী হোক, প্রাক্তনদের পদচারণায় মুখরিত হোক কলেজ ক্যাম্পাস। এ ব্যাপারে প্রাক্তন শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে বর্ণাঢ্য র্যালী, পরিচিতি ও উদ্বোধনী পর্ব, সম্মাননা প্রদান, বিনোদন আড্ডা, খেলাধুলা, র্যাফেল ড্র, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন ফি ধার্য করা হয়েছে (একক) ৬০০ টাকা। নিবন্ধনের জন্য যোগাযোগ : খালেদা খানম, মোবা: ০১৮১৩৬৪৪৮২৩,শাহীন সুলতানা ফেন্সী, মোবা: ০১৭৩২১৯৮৯৯৮, রূপালী চম্পক, মোবা: ০১৭১২০০৩৬১২।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।