২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ফ্লোরে পড় গিয়ে শব্দ হওয়ায় বিস্ফোরণ ও আগুন আতংকে হুলুস্থুল কান্ড ঘটেছে। কিন্তু আগুন লাগার কোন চিহ্ন কেউ খুঁজে পায়নি। রোগীর ধাক্কায় অক্সিজেন গ্যাস সিলিন্ডার পড়ে গিয়ে গ্যাস বেরুতে দেখে রোগী ও তাদের স্বজনদের মাঝে এ আগুন আতংক মহুর্তের মধ্য ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়
শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতালের পুরুষ,মহিলা ও শিশু ওয়ার্ডের সব রোগী আগুন আগুন চিৎকার করে নিচে নেমে আসে।
আগুন আতংকে হুড়হুড়ি করে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত মানুষ আহত হয়।রাত সোয়া দশটার দিকে পরিস্থিকি স্বাভাবিক হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদুর রহমান খবর পেয়ে হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসও আসে।
পৌর ছাত্রলীগ নেতা জহিরসহ অনেকে স্বেচ্ছাশ্রমে রোগীদের পুনরায় হাসপাতাল বেডে নেয়ার জন্য সহযোগিতা করকে দেখা যায়।
চাঁদপুর নিউজ সংবাদ