অভিযিত রায় ঃ
দেশের লোক টেস্ক দিলে দেশ উন্নতির শিখরে এগিয়ে যায়
………… জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান।
জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাকসেস লিগ্যাল এন্ড এফোর্সমেন্টের সদস্য ড. মাহবুবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ বাস্তবায়নে কাজ করছি। আমারা ব্রিটিশের হাত থেকে মুক্তির পর প্রকৃত মুক্তি পাই ১৯৭১ সালে। বাঙ্গালী জাতির প্রথম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। পাকিস্থান আমলে আমাদের টেস্ক চলে যেত পাকিস্থানে। এ দেশের সকল ভাল কিছুই ভোগ করতো পাকিস্থান । এনবিআর সকল ক্ষেত্রে জনসাধারনে সাথে আলাপ আলোচনা করে নীতি তৈরী করে থাকে। আমরা সমাজের প্রতিটি পেশাজীবীর সাথে মতবিনিময় করেই এনবিআর কে এগিয়ে নিয়ে যাচ্ছি। চাঁদপুরের কর্মপরিকল্পনা নিয়ে যে আলোচনা সভা হয়েছে তা আমার ভাল লেগেছে।
তিনি আরো বলেন দেশে ,১৬লক্ষ কর দাতা আছে কিন্তু আরো অনেকের কর দেওয়ার সামর্থ আছে কিন্তু তারা কর দেন না। রাজস্ব বৃদ্ধির সাথে সাথে জনগণের অংশীদারিত্ব বাড়াতে সকলে মিলে কাজ করতে হবে । যে দেশের লোক যত বেশী টেস্ক দিবে সে দেশ তত উন্নতির শিখরে এগিয়ে যাবে। নিজের দেশ মনে করে কাজ করে যেতে হবে সকলকে। সোমবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলার কর অঞ্চলের কর্মকতাদের নিয়ে রাজস্ব সংলাপ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল কুমিল্লার কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড প্রথম সচিব (কর) আবুল কালাম আজাদ, যুগ্ম কর কমিশনার (রেঞ্জ-১) এস এম আবুল কামাল আজাদ, যুগ্ম কর কমিশনার (রেঞ্জ-৪) মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ।
চাঁদপুর আয়কর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লা আল ফারুকের পরিচালনায় স্বাগত বক্তব্য সহকারী কর কমিশনার সার্কেল ১৮ ও ১৯ এর এ বি এম কামরুল ইসলাম, ।উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী কর কমিশনার সার্কেল-২১ হাজীগঞ্জ আব্দুর রশিদ, চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর উপদেষ্টা এস এম শাহ মোঃ আব্দুল কুদ্দুস, নারায়ন চন্দ্র সরকার, মোঃ হাবিবুর রহমান, অর্জুন কে পাল, নোয়াখালী কর আইনজীবী সমিতির সদস্য লেখক ও নাট্যকার কাজী হারুনুর রশিদ, অ্যাডঃ কাজী খায়রুল হাসান ঝুম্মন, রকিবুল হাসান রোমন, এস এম জহিরুল ইসলাম, তপন কুমার দাস প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে চাঁদপুুর কর আইনজীবীদের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।