শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে প্রশাসন দানব ট্রাকটার চলাচলে বাঁধা দেওয়ায় ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকটি ট্রাকটার জব্দ করে থানায় আটকে রাখার কারনে চাঁদপুর সিআইপি সড়কে মালবাহি গাড়িতে ট্রাকটার মালিকরা হামলা চালিয়েছে। গতকাল দুপুরে মঙ্গলবার চাঁন্দ্রা-গল্লাক সড়কের নানুপুর পিবিএম ব্রিক ফিল্ডের সামনে ইট বোঝাই পিকআপে হামলা চালায় ও গড়ির চাকার নজেল ভেঙ্গে দিয়ে হাওয়া ছেড়ে দেয়। প্রশাসন দানব ট্রাকটার চলাচলে বাঁধা দেওয়ায় ঢালি ঘাটের কয়েকজন ট্রাকটার মালিক ও লেভাররা মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে বেশ কয়েকটি ব্রিক ফিল্ড ও বালু,পাথরের খোলা বন্ধ করে দেয়। এছাড়া তারা লোড আনলোড ও রাস্তা দিয়ে সকল মালবাহি পিকআপ চলাচল বন্ধ করে দেয়। ঢালি ঘাটের গুটি কয়েকজন ট্রাকটার মালিক ও লেভাররা সন্ত্রাসী ভূমিকায় সিআইপি সড়কে মহড়া দিয়ে বেশ কয়েকটি মালবাহি গাড়িতে হামলা চালায়। তারা শুধু মাত্র ঢালি ঘাট এলাকায় নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে সিমেন্ট লোড আনলোড বন্ধ করে দেয়। রঘুনাথপুর ও ঢালিঘটের ব্রিকফিল্ড, বালু খোলার মালির ও গাড়ির চালকরা জানায়, প্রশাসন রাস্তা দিয়ে ট্রাকটার চলাচল বন্ধ করে দেওয়ায় কারনে ট্রাকটার মালিরা ক্ষিপ্ত হয়ে ঘালিঘাটে মালামাল লোড-আনলোড করে দেয়। এতে করে ব্রিকফিল্ড ও বালু খোলার মালিকরা বিপাকে পরেছে। এছাড়া রাস্তা দিয়ে গাড়ি চলাচলে বাঁধা দেওয়ায় পিকআপ চালকরা সমস্যায় পরেছে।
প্রশাসন ট্রাকটার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করলে সিআইপি সড়কে এই ধরনের গাড়ি চলাচল সচল হবে ও গড়ি চালরা হামলা থেকে রেহাই পাবে।