স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের সোনালী ব্যাংকের টাকা ছিনতাইয়ের সাথে জড়িত যুবককে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গত সোমবার শহরের চিত্রলেখা মোড়স্থ সোনালী ব্যাংক লিমিটেড প্রধান শাখায় ৫০ হাজার টাকা ছিনতাইকালে মোঃ জসিম (৪০) নামে ছিনতাইকারী দলের সদস্যকে আটক করে ব্যাংকে ডিউটিরত পুলিশ। সোমবার এক গ্রাহক ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। গতকাল ব্যাংকের ক’জন কর্মকর্তার সাথে আলাপকালে জানা যায়, ছিনতাইকারীরা একসাথে ৩ জন ছিলো। একজন কিছু টাকা নিচে ফেলে ঘটনা সাজিয়ে পালিয়ে যায়। টাকা উত্তোলনকারী গ্রাহক আবুল কালামের কাছ থেকে টাকা নেয়ার সময় ব্যাংকের কর্মকর্তা ও ডিউটিরত পুলিশের কাছে ধরা পড়ে যায় ওই ছিনতাইকারী। বেশ কিছুদিন ধরেই এ যুবকটি ব্যাংক এলাকায় ঘুরছিলো। ব্যাংক থেকে মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে সোমবার দুপুরে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।
মডেল থানার এসআই আবু সাইদের সাথে আলাপকালে জানান, ব্যাংকের গ্রাহক আবুল কালাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন। যার নং- ৩৯, তাং- ১৫/৯/১৪। আটককৃত জসিমের বাড়ি কচুয়া এলাকায়। ঘটনার সাথে ১ জন আটক হলেও বাকিরা সবাই পালিয়ে যায়।