রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে বুধবার দুপুরে স্কুল ছাত্রের মটর সাইকেলের ধাক্কায় বাম পা দ্বি-খন্ড হয়ে পা হারালেন মনু মিজি (৬০) নামের এক নির্মান শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও কর্মরত অন্যান্য শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় মনু মিজি বহুতল ভবনের কাজ করছিল।
দুপুরে বেপোরোয়া গতিতে হঠাৎ একটি মটর সাইকেল এসে মনু মিজির পায়ে আঘাত করে। পরে মনু কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। মনু মিজিকে আঘাত করে তারা মটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পুনম কে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেয় অন্যান্য শ্রমিকরা। সেই সময় গনি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইরাম মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আটক পুনমের তথ্য মতে শহরের কর্ণফুলী হাসপাতালের শেয়ার হোল্ডার মামুন এর পুত্র ইরাম ও মটর সাইকেলটি আনতে হাসপাতালে যায় পুলিশ। অতপর পুলিশ মটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে যায়।