অভিজিত রায় ॥
চাঁদপুর স্টেডিয়ামে ময়নামতি অঞ্চলের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা
সকল শিক্ষার্থীর মাঝে প্রতিযোগিতা মূলক মানসিকতা বিরাজ করতে হবে
…………………………….জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন
চাঁদপুর স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ময়নামতি অঞ্চলের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে প্রতিযোগিতায় অংশ নিয়েছে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কলেজের ছাত্র-ছাত্রীরা। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আজকে শীতকালী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ময়নামতি অঞ্চলের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া শুধু আমাদের শারীরিক গঠন নয়, আমাদের শৃঙ্খলা বোধ শিখায়, জীবন চালানোর পরিবর্তন ঘটায়। আমরা একাডেমীর শিক্ষা যা কিছু গ্রহণ করি না কেন, এর বাহিরেও আমাদের সামাজিক কিছু শিক্ষা খুবই প্রয়োজন। তার মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা, পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব সহ আগামীতে সমাজে টিকে থাকার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে। সকল শিক্ষার্থীর মাঝে প্রতিযোগিতা মূলক মানসিকতা বিরাজ করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চালিয়ে নিতে হবে। এ আয়োজনের সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহার সভাপতিত্বে এবং পুরাণ বাজার বিশ্ব বিদ্যালয় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আমির জাফর।
ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা যে সব ইভেন্টে প্রতিযোগিতা করেন- ১০০ মিটার দৌড় (ছাত্র/ছাত্রী), লৌহ গোলক নিক্ষেপ (ছাত্র/ছাত্রী), উচ্চ লাফ (ছাত্রী), চাকতি নিক্ষেপ (ছাত্র/ছাত্রী), দীর্ঘ ২০০ মিটার দৌড় (ছাত্র/ছাত্রী), উচ্চ লম্প (ছাত্র), বর্ষা নিক্ষেপ (ছাত্র/ছাত্রী), দীর্ঘ লম্বা (ছাত্র/ছাত্রী), ৪শ’ মিটার দৌড় (ছাত্র/ছাত্রী), লাফ-ধাপ-ঝাপ (ছাত্র), ৮শ’ মিটার দৌড় (ছাত্র/ছাত্রী), ১৫শ’ মিটার দৌড় (ছাত্র), দন্ড যোগে লম্ফ (ছাত্র) এবং ১শ’ মিটার রীলে (ছাত্র/ছাত্রী)।
বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ সচিব নূর মোহাম্মদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়া। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হয় কাজী শফিকুল ইসরাম ডিগ্রী কলেজ বিবাড়িয়া (ছেলে) ও শশিদল আবু তাহের মহিলা কলেজ (মেয়ে)। রানারআপ হয় দেবিদার আলহাজ্ব জোবায়েদা খাতুন মহিলা ডিগ্রী কলেজ (মেয়ে) ও শশিদল আবু তাহের মহিলা কলেজ (ছেলে)।
এছাড়াও আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উপস্থিত ছিলেন, পুরাণ বাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দেলোয়ার আহম্মেদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মাসুদুর রহমান, পুরাণ বাজার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার সহ সকল কলেজের প্রধানগণ।