চাঁদপুর স্টেডিয়ামে ১৫তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-১৪ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেল অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা দলকে হারায়। খেলার দ্বিতীয় আর্ধে ৯নং জার্সিধারী মিঠুন চক্রবর্তীর একমাত্র গোলে ফরিদগঞ্জ উপজেলা দল জয়ী হয়। খেলা শুরুর আগে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের চেয়রাম্যান ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক আব্দুর রব হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন চাঁদপুর জেলা ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্য বহুদিনের। এ ঐতিহ্য ধরে রাখতে আজকের বিশেষ ভূমিকা রাখবে। চাঁদপুরে মানুষ আগের মতোই প্রশাসনের লোকদের সহযোগিতা করে আসছে। আমি তা জেনে অনেক আনন্দিত। কার আমি দীর্ঘ ১০ বছর আগে চাকুরী করে গিয়েছি ঠিকই কিন্তু চাঁদপুরকে ভুলতে পারিনা এবং তা ভুলারও নয়। আমি যেখানেই চাঁকুরী করিনা কেন চাঁদপুরকে আমার আংশ বলেই মনে করি। চাঁদপুর সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও চাঁদপুর ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ফুটবল উপ-কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোঃ আমির জাফর, চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়মীলীগ সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী। জেলা ক্রীড়া সংস্থার ও ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিন, চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা ফুটবল এসোশিয়েশন সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ফুটবল উপ-কমিটির সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান দেশাত্ববোধক সংগীতের সাথে সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে। আজ ৩১ ডিসেম্বর বুধবার দ্বিতীয় খেলায় অংশ গ্রহন করবে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।