স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জেলার যুগ্ম আহ্বায়ক ফেরদৌছ মোর্শেদ জুয়েলের উদ্যোগে শহরে হেফাজত বিরোধী অবস্থান ও মাস্ক বিতরন কর্মসুচি পালন করা হয়।
শুক্রবার দুপুরে শহরের শপথচত্ত্বর এলাকায় এ কর্মসুচি পালন করেন, এবং মহামারি করোনা প্রতিরোধে শহরের বিভিন্ন সড়কে মাস্ক বিতরন করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ও সদর স্বেচ্ছাসেবক লীগের, শাহলম খান,মিজানুর রহমান লিটন,কে.এম.মাসুদ. মো:সফিক গাজী, মো: ঈমান গাজী, মো: কিরন ভুঁইয়া, জুয়েল কান্তি নন্দু , তাপস পাল,মুন্না সাহা, মো: খলিলুর রহমান, জাকারিয়া গাজী, মো: মাইনউদ্দিন আরিফ সুমন, মো: শাকিল খান, মো: রুবেল, মো: জসিম সহ অন্যরা।
চাঁদপুরনিউজ/এমএমএ/