স্টাফরিপোটার
চাঁদপুর শহরের হকার্স মার্কেটে মোবাইল মেলার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের উপরের টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে নকিয়া ওয়ালটন, স্যামসাং, সিম্পনি সহ বেশ ক’টি কোম্পানীর ১৩৪টি মোবাইল সেট নিয়ে যায়। সেটগুলোর সাথে দোকানে রাখা মেমোরি কার্ড, পেনড্রাইভও নিয়ে গেছে। মোবাইলের প্যাকেটগুলো থেকে মোবাইল সেট নিয়ে শুধু খালি বাঙ্ ফেলে রেখে যায়। চুরিকৃত মোবাইল সেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত শাহালম, এস আই মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, রোববার রাতে দোকানের মালিক খোরশেদ আলম দোকান বন্ধ করে চলে যান। গতকাল সকালে দোকানের কর্মচারী সুমন (২১) ও জাহাঙ্গীর (২৮) শার্টার খুলে দেখেন দোকানের ভিতর এলোমেলোভাবে মোবাইল সেটগুলোর বঙ্ ফেলে রাখা হয়েছে। সাথে সাথে হকার্স মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানালে তারা মডেল থানা পুলিশকে খবর দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।