রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের গোয়েন্দা পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাতে হাজীগঞ্জের বাকিলা বাজার থেকে মোঃ শরীফ হোসেন ওরফে তুফান শরীফ(২৯) ও মোঃ শাহ গাজী কুট্টি(২২)কে ইয়াবা বিক্রয় কালে ২০ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে। মোঃ শরীফ হোসেন ওরফে তুফান শরীফ বাকিলা ইউনিয়নের খাল পাড়া গ্রামের মোমেন গাজীর ছেলে। মোঃ শাহ গাজী কুট্টি একই বাড়ির ইদ্রিস গাজীর ছেলে। চাঁদপুর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ ফকরুল ইসলাম জানান, দু মাদক ব্যবসায়ী বাকিলা বাজার, চাপাতলি ও ফকির বাজার এলাকায় দীর্ঘ দিন ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামল হয়েছে হাজীগঞ্জ থানায়।