হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা অনুষ্ঠিত মা সমাবেশ ও শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থী ও মাদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিউদ্দিন আহমেদ। সহকারী শিক্ষক শাহাবুদ্দিন পাটওয়ারী পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক মোশারফ হোসেন লিটন, অবিভাবক ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষাক আব্দুল মান্নান হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, সাইফুল ইসলাম এবং অবিভাবকদের পক্ষে আসমা ইসলাম ইমা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, মৃদুল কান্তি বড়–য়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রথম শ্রেনীর শিক্ষার্থী মারজান হক আলিশা ও গীঠা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রীতা দে।
শিরোনাম:
সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।