মোঃ জাবেদ হোসেন :
চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত বাংলাদেশ সরকারের গরীব-অসহায় মানুষের সুচিকিৎসা পাওয়ার জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল করে দেন। এতে দুর দারান্ত থেকে অসহায় সাধারন মানুষ চিকিৎসা নিতে এসে ঠিক মতো চিকিৎসা নেবে থাক দালালদের উৎপাতে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এরা প্রতিনিয়তই সদর হাসপাতালে সকাল ৯টা থেকে টিকেট কাউন্টার জরুরী বিভাগ, এক্স-রে বিভাগ, প্যাথলজি বিভাগের সামনে দালাল চক্ররা রোগীদের নিয়ে টানা হেচড়া শুরু করে। এদের কারনে গরীব মানুষের মরিচ, ধান কারোবা পায়ের ঘাম মাথায় ফালানো টাকা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালাল চক্ররা তারেকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মোটা অংকের টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে দালালরা যদি এক হাজার টাকা হয় ফিফটি পারসেন্ট তারা নিয়ে যায়। এ দালাল চক্রের মধ্যে মাঝে মাঝে ঝগড়া করতেও দেখা যায়। এর মধ্যে দালাল চক্ররা হলো গ্রীন ভিউ নাসিমা, পুর্নিমা রানি, শেফালী, খাদিজা, মিম ডায়াগনস্টিক সেন্টারের পাখি, আল আমিন এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের নাদিরা, কামরুল ও নাজমা আজাদ ডায়াগনস্টিক সেন্টারের খুর্শিদা বেগম। এরা প্রতিনিয়তই একের পর এক দুর্নীতির মাধ্যমে সাধারন মানুষ পড়ছে বিপাকে। সাধারন মানুষের দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এ দালাল বাহিনী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং গরীব অসহায় দুস্থ মানুষ সুচিকিৎসা পাক।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।