শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি ও কচুয়া ১ আসনে গোলাম হোসেন সহ ৫জন এমপি প্রার্থীর মননোয়ন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার মো. মাজেদুর রহমান খানের নিকট জমা দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার মো. মাজেদুর রহমান খানের নিকট এ মননোয়নপত্র জমা দেন।এ সময় সাথে ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সাধারন সম্পাদক আলী আরশাদ মীয়াজি,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,মোঃ আলী মাজী,সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন,যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু,তাজুল ইসলাম মিয়াজী,পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ,যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ। আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে আনন্দ উৎসবের আমেজে রিটানিং অফিসের কার্যালয়ে জড়ো হন।মনোনয়ন পত্র জমা শেষে ডা. দীপু মনি এমপি সাংবাদিকদের জানান,আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হয়ে বিগত ১০ বছর সেবা করার সুযোগ পেয়েছি।আপনাদের সহযোগিতা ও সহমর্মিতায় জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে চাঁদপুর-৩ আসনে মননোয়ন দিয়ে পাঠিয়েছেন।আবারো আপনারা সহযোগিতা করলে এবং জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় বসালে আপনাদের সেবা করার সুযোগ পাবো।
চাঁদপুর ১ আসন কচুয়া থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাবেক এন বি আর এর চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেন নৌকার মননোয়ন পত্র জমা দিয়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার মো. মাজেদুর রহমান খানের নিকট এ মননোয়নপত্র জমা দেন।এ সময় তাঁর সাথে ছিলেন,কচুয়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,আব্দুল বাতেন সরকার,কচুয়া পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মঞ্জুর আহমেদ সুজনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে আনন্দ উৎসবের আমেজে রিটানিং অফিসের কার্যালয়ে জড়ো হন।মনোনয়ন পত্র জমা শেষে আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেন সাংবাদিকদের জানান,কচুয়াবাসীর দোয়া,সহযোগিতা ও সহমর্মিতায় জননেত্রী শেখ হাসিনা আমাকে চাঁদপুর-১ আসনে নৌকার মননোয়ন দিয়ে পাঠিয়েছেন।সবাই সহযোগিতা করলে এবং জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় বসালে আপনাদের সেবা করার সুযোগ পাবো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন উপলক্ষ্যে চাঁদপুর-২(মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্য নির্বাহী সদস্য ড. জালাল আহমেদের পক্ষে তাঁর স্ত্রী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার মো. মাজেদুর রহমান খানের নিকট এ মননোয়নপত্র জমা দেওয়া হয়।
এ সময় মতলব উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে আনন্দ উৎসবের আমেজে রিটানিং অফিসের কার্যালয়ে জড়ো হন।মনোনয়নপত্র জমা শেষে ড. জালাল আহমেদের পক্ষে তাঁর স্ত্রী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন সাংবাদিকদের জানান,তাঁর স্বামী অসুস্থ্য থাকায় তিনি এসে মননোয়ন আজ জমা দিয়ে গেলেন।একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে অংশ নিচ্ছি।দলীয় আস্থা এবং মতলববাসীর দুঃখ লাঘবে এই নির্বাচনে ধানের শীষ প্রতিককে মানুষ বিপুল ভোটে জয় উপহার দিবেন বলে তিনি প্রত্যাশা করছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন উপলক্ষ্যে বাসদের মই মার্কায় মনোনীত চাঁদপুর-৩ এবং ফরিদগঞ্জ-৪ আসনে বাসদের এমপি প্রার্থীদের দলীয় মননোয়ন পত্র জমা দেয়া হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রির্টানিং অফিসার মো. মাজেদুর রহমান খানের নিকট এ মননোয়নপত্র জমা দেওয়া হয়।চাঁদপুর-৩ আসনের বাসদের মনোনীত প্রার্থী কমরেড শাহজাহান তালুকদার এবং ফরিদগঞ্জ-৪ আসনে কমরেড ইঞ্জিনিয়ার আনিছুজ্জামান ভূঁইয়া রানা স্ব শরীরে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ মননোয়ন পত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের জানান,আমরা শ্রমিক,কৃষক,ছাত্রসহ মেহনতী মানুষের দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করি।বেঁচে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত জনমানুষের সেবায় কাজ করতে চাই।তাই আগামী সংসদ নির্বাচনে জনসাধারণকে শোষণমুক্ত সমাজ গঠনে অংশ নিতে মই মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাই।