সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে তাঁকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম ও জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডঃ মুনিরা চৌধুরী জানান, শেখ ফরিদ আহমেদ মানিক যে ধানের শীষের প্রার্থী হবেন এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ছিলাম। কারণ, এ আসনে নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার প্রার্থী তিনি। শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়ন পাওয়ায় বিএনপি এখন টেনশান মুক্ত।
শুক্রবার শেখ ফরিদ আহমেদ মানিককে ছাড়াই যখন চাঁদপুরের ৪টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়, তখন নেতা-কর্মীরা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। সর্বত্র শুধু আলোচনা কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন। এমন পরিস্থিতিতে গুঞ্জন উঠে এ আসনটি ঐক্যফ্রন্টের প্রার্থীকে দেয়া হতে পারে। অবশেষে শেখ ফরিদ আহমেদ মানিক দলের মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।