হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশুর বসতঘর ও দুইটি রান্না ঘর পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ৪ নং কাঁলচো ইউনিয়নের নওহাটা গ্রামের মহব্বত আলী সর্দার বাড়ীতে এ ঘটনা ঘটে। প্রার্থীর চাচাতো ভাই মুকবুল জানান, রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে এই আগুনের লেলিহান শিখা দেখে। অগ্নিকান্ডে আসবাবপত্র ও জমির দলিলসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামছুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সাকির্টে এ অগ্নিকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নাশকতার বিষয়টি আমার বোধগম্য নয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা ধরা হয়েছে। এ বিষয়ে খোরশেদ আলম খুশু কাউকে দায়ী না করে বলেন, কারো নাম দেয়া যাবে না। বাড়ীতে পারিবারিক একটি বিরোধের জের ধরে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে সকালে মন্তব্য করলেও বিকেলে তা মুঠোফোনে অস্বীকার করেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।