প্রতিবেদক
গত ১৩ ডিসেম্বর প্রকাশিত হয় জাতীয় বিশ্বদ্যিালয়ের ২০১১ সালের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল। এ ফলাফলে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাৎ হোসেন সারাদেশের মধ্যে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। এ সংবাদে বাংলা বিভাগে আনন্দের স্রোত নামে। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শাহাদাৎ হোসেনকে শুভেচ্ছা জানাতে বাংলা বিভাগে ছুটে আসেন। সারাদেশের মধ্যে বাংলা বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহাও তাঁকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শাহাদাৎ হোসেন শুধু বাংলা বিভাগের গর্বই নয়, আমাদের কলেজেরও গর্ব। তাঁর এমন ঈর্ষণীয় ফলাফল এ
কলেজের সব শিক্ষার্থীকেই অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাঁকে কলেজের পক্ষ থেকে অভিন্দন ও শুভেচ্ছা জানাই।
৮ উপজেলা নিয়ে জেলা পর্যায়ে শুরু হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বাংলা বিভাগে ভর্তি হয়েই চেয়েছি ভালো কিছু করতে। সেজন্য পড়াশোনাও সমানতালে করেছি। তার ফলাফলও পেলাম। আমি আনন্দিত হয়েছি। আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। সাথে সাথে বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা স্যারসহ বর্তমানে কর্মরত সকল শিক্ষককে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যেন সততা ও নিষ্ঠার সাথে দেশের জন্যে ভালো কিছু করতে পারি। সেজন্যে সবার কাছে দোয়া চাচ্ছি।
উল্লেখ্য, শাহাদাৎ হোসেনের জন্ম হাজীগঞ্জ উপজেলার খিলপাড়া গ্রামে। তার পিতা মুসলিম পাটওয়ারী ও মাতা অহিদা বেগম।