স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুসলিম সর্দার মিশুর বিরুদ্ধে ৩ ছাত্রীর শ্লীলতাহানি, বস্ন্যাকমেলিংসহ নানা অভিযোগের প্রেক্ষিতে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পত্র পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সে হিসেবে আগামী ২/১ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেয়ার কথা রয়েছে। কিন্তু উক্ত শিক্ষক মুসলিম সর্দার মিশুকে এ পর্যন্ত তদন্ত কমিটি বা কলেজ কর্তৃপক্ষ কোনো চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেনি বলে তিনি জানান। তিনি দাবি করেছেন, তিনি একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনিও সঠিক ও নিরপেক্ষ তদন্ত চান বলে জানান। এদিকে ওই শিক্ষককে ২৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজে না আসার জন্যে শিক্ষা অধিদপ্তরের একজন উপ-পরিচালক ফোনে জানিয়েছেন। কলেজ অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন অধিদপ্তরের ডিজির কার্যালয়ের এ নির্দেশের কথা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অবশ্যই ওই শিক্ষক তদন্ত কমিটির চিঠি পাবেন।