সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুর ডায়াবেটিক সমিতির দাতা সদস্য ও ভূমি দাতা প্রফেসার মাহমুদা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, কোষাধ্যক্ষ মাসুদ ভূইয়া, সদস্য তমাল কুমার ঘোষ, ডা. মোস্তাফিজুর রহমান, আজীবন সদস্য শরীফ আশ্রাফুল, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, অধ্যাপিকা মাহমুদা খানম, অ্যাড. রুহুল আমিন সরকার প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাবেরা ইসলাম, ডা. খবির উদ্দিন, ডা. মশিউর রহমান, ডা. শাহনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি অফিসার উজ্জ্বল হোসাইন, সমাজকল্যাণ কর্মকর্তা হাসান কবিরসহ মুসুল্লিবৃন্দরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের ইমাম হাফেজ মোঃ শাহজালাল প্রধানিয়া।
চাঁদপুরনিউজ/এমএমএ/