শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে পেট্রোল ঢেলে সিএনজি চালককে অগ্নি দগ্ধের ঘটনায় সদর দক্ষিন শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারন সম্পাদক আব্দুল হাই সহ ৩ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মামলার বাদী মাহাবুবুর রহমান মোল্লা ও এএসআই আহসানুজ্জামান লাবু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে আ্টক করে। জানাযায়, গত ২৩ জানুয়ারী ২০১৫ রাত আড়াইটায় চাঁদপুর থেকে গ্যাস নিয়ে সিএনজি চালক আনোয়ার চান্দ্রার দিকে যাচ্ছিলে। এ সময় সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের খাসের বাড়ী নামক স্থানে বেড়ী বাঁেধর উপরে রাস্তায় সদর দক্ষিন শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারন সম্পাদক আব্দুল হাই সহ আরো বেশ কয়েকজন সক্রিয় শিবির কর্মী চাঁদপুর থ ১১-২৬৯৬ নাম্বারের সিএনজিটি গতীরোধ করে। এ সময় তারা চালক আনোয়ার সহ সিএনজিটিতে পেট্রোল ঢেলে আগুণ লাগিয়ে দেয়। সিএনজি চালক আনায়ার প্রাণে বাঁচতে গাড়ী থেকে নেমে আগুন গায়ে নিয়ে রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে উঠে সিএনজি চালক হাসপাতালে যাওয়ার জন্য রওনা হলে পাষন্ড শিবির কর্মীরা তাকে যেতে বাঁধা প্রদান করে। এমতাবস্থায় ১২ নং চান্দ্রা ইউনিয়নের সাধারন সম্পাদক খান জাহান আলী কালু পাটওয়ারী লোকজন নিয়ে সিএনজি চালকের বাড়ী থেকে তাকে উদ্ধার করে পুরাণ বাজার ফাড়ির ইনচার্জ মাহাবুব মোল্লার সহযোগীতায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সিএনজি চালকের অবস্থা আশংকা হওয়ায় তাকে ঢাকা বার্ণ ইউনিটে রেফার করার হলে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুমের আর্থিক সহযোগীতায় তাকে ঢাকা প্রেরণ করা হয়। সেই ঘটনায় চাঁদপুর মডেল খানায় এসআই মাহাবব মোল্লা বাদি হয়ে মামলা দায়ের করে। মামলা নং ৪৪ তারিখ ২৪ জানুয়ারি ২০১৫। মামলার এজহার ভুক্ত প্রথম ও ২য় আসামী সহ ৩ জনকে অবশেষে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান,রাজনৈতিক কর্মসূচির নামে গত ৫ জানয়ারী থেকে শুরু হওয়া দেশের চলমান নাশকতা রোধে চাঁদপুর মডেল থানা পুলিশ সক্রিয় ভমিকা পালন করে আসছে। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, ইল্লেখিত এজহার ভুক্ত আসামীরা চান্দ্রা থেকে শহরে প্রবেশ করার পর শহরের পালবাজার ব্রিজের গোড়া থেকে উল্লেখিতদের আটক করতে সক্ষম হয়েছি। তবে এ ভাবে আন্দোলনের নামে মানুষের জান মালের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায়না। দেশের চলমান নাশকতা রোধে চাঁদপুর মডেল থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।