চাঁদপুর: নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে চাঁদপুরে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন এক সিএনজি চালক।
শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চান্দ্রায় দুর্বৃত্তদের পেট্রোল বোমায় সিএনজি চালক আনোয়ার (২৫) অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ আনোয়ারকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে চাঁদপুর পৌর কাউন্সিলর ডিএম শাহাজাহানকে আটক করে পুলিশ। এ ছাড়া হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৪ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে।
ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় প্রবাসীর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও গাড়িতে বিভিন্ন ধরনের মালামালসহ পুরো গাড়িটি পুড়ে যায়।
পুলিশ জানায়, সৌদি প্রবাসী দুই ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট থেকে মালামাল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন। প্রাইভেট কারটি ঘোষেরহাট এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। এসময় তাদের গাড়ি থেকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পুড়ে যাওয়া গাড়িতে দুই সৌদি প্রবাসীর রিয়াল ও স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের ৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
এদিকে অবরোধের পাশাপাশি বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চাঁদপুরে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের কোনো মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি।