শাহরিয়ার খান কৌশিক॥
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের খাসের বাড়ির সামনে সিএনজি ও ট্রাকট্রলির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছে। সোমবার বিকেল ৩টায় যাত্রী নিয়ে সিএনজি হাইমচর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকট্রলির বেপোরোয়া চালানোর কারনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করান। জানা যায়, চাঁদপুর শহরের পালবাজার এলাকা থেকে সিএনজিটি হাইমচরের উদ্দেশ্যে যাওয়ার পথে চান্দ্রার খাসের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। এসময় সিএনজি চালক মোবারক (২৫),নয়ানির মমতাজ শেখ (৫০), আইল্লার রাস্তার নেছার আহমেদ (৪০), জামতলার কাউছার (২০) সহ ৫ জন আহত হয়। আহতদের অবস্থা জনক হওয়ায় চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ঢাকা রেফার করে।
এলাকাবাসী জানায়, চান্দ্রা জব্বর ঢালীর দোকান হতে শুরু করে খাসের বাড়ি ও চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বেড়িবাধের রাস্তাটি মৃতুকূপে পরিনত হয়েছে। রাস্তাটি জরাজির্ন হওয়ায় এর পূর্বে সড়ক দূর্ঘটনায় বেশ কয়েকজনের মৃতু হয়েছে। ট্রাক ট্রলি ও ট্রাক্টর মালামাল বোঝাই করে অদক্ষ চালকের বেপোরোয়া চালোনা এ দূর্ঘটনার মূল কারন।