স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার চান্দ্রা এলাকায় গাছের সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছামাত্র তা সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় আরোহীসহ মোটরসাইকেল পাশের খালে পড়ে যায়।
তারা আরো জানান, মৃত্যুর আগে দুর্ঘটনার শিকার ব্যক্তি শুধু তার নাম হাসান বলতে পেরেছেন। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন গুরুতর আহত- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা মোটরসাইকেলের ওই আরোহী। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, নিহত ব্যক্তির নাম হাসান (৩৫)।
হরিণা ফেরিঘাট হয়ে বরিশাল থেকে নোয়াখালী যাচ্ছিলেন তিনি। এ ছাড়া বিস্তারিত আর তথ্য কোনো তথ্য পাননি চেয়ারম্যান। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, হাসপাতাল মর্গে নিহতের লাশ আছে। তার সঙ্গে থাকা মোটরসাইকেল এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে ঠিকানা পাওয়া যাবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে সদর মডেল থানায়।