প্রতিনিধি =
চাঁদপুর শহরে পুলিশের গুলিতে গত মঙ্গলবার নিহত ছাত্র দল কলেজ শাখা নেতা তাজুল ইসলাম রতন (২৬) এর ১ম জানাজা চান্দ্রা হাই স্কুল মাঠে ও পূর্ব বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে ঐ দিনই পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। গতকাল বুধবার চান্দ্রা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কালো পতাকা উত্তোলন করে নিহত রতনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। হত্যার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চান্দ্রা ইউনিয়নে মিছিল বের করে। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ শফিকুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক বাহার গাজী, জামায়াত নেতা মোঃ শাহজাহান ও ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি উমর ফারুক মাস্টার এবং সংগ্রাম কমিটির যুগ্ম আহক্ষায়ক তালহা ফারুকী সঞ্চয়। এ সময় নিহত রতনের পিতা ছেলের জন্যে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। মঙ্গলবার ময়না তদন্ত শেষে নিহত তাজুল ইসলাম রতনের লাশ আত্মীয়-স্বজনের কাছে পুলিশ হস্তান্তর করলে দাফনের জন্যে বিকেলে চান্দ্রা বাজার নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইউনিয়নের সকল শ্রেণীর হাজার হাজার মানুষ রতনকে একবার দেখার জন্যে স্কুল মাঠে জড়ো হয়। রাজনৈতিকভাবে বিএনপির কর্মী সমর্থক হলেও অন্যান্য সকল দলের কাছে রতন খুবই ভালো ছেলে বলে হিসেবে পরিচিত ছিলো। সব সময় সকল মানুষের সাথে তার মিশুক ভাব ছিল। ছাত্র হিসেবে মেধাবী বলে তার সহপাঠী ও প্রিয় স্কুল চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানায়। ব্যক্তিগতভাবে রতন আচার-আচরণ ছিল শান্ত। রতনের মৃত্যুর খবরে চান্দ্রা বাজার ও চৌরাস্তা এলাকায় সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। রতন এভাবে চলে যাবে বিশ্বাস করতে পারছে না তারা এবং সবাই আফসোছ করে। বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রতনের আত্মত্যাগ মানুষের অধিকার আদায়ে এবং ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের চলমান আন্দোলনকে আরো বেগমান করবে বলে মনে করেন। এদিকে মেধাবী ছাত্র তাজুল ইসলাম রতনের হত্যার প্রতিবাদে চান্দ্রা বাজারের সকল ব্যবসায়ী বুধবার দিনব্যাপী দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে এবং বিএনপির নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।