স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা মধ্য বাখরপুরে পঞ্চম সমাপনি ছাত্রী মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া যায়। স্থানিয় সুত্রে জানাযায়, চান্দ্রা মধ্য বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ২০১৪ সালের পঞ্চম সমাপনি শ্রেণীর ছাত্রী স্খানিয় খা বাড়ীর রুহুল আমিন খা উরপে রুলা খায়ের মেয়ে ছালমা আক্তার (১২) গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার সুত্রপাতে জানাযায়, ছালমা আক্তার গত ২ দিন যাবৎ তার বাবা মাকে না বলে বান্ধবীদের সাথে অন্যত্র থাকে। এ ২ দিন যাবৎ তার বাবা-মা ও পরিবারের লোকজন তাকে না পেয়ে অনেক খোজাখুজিকরে। অবশেষে গতকাল ছালমা তাদের বাড়ীতে ফিরে আসলে তার মা তাকে গালমন্দ এবং চরমারে বলে জানাযায়। এরি সুত্র ধরে রাগে ক্ষোভে বাড়ীর পেছনের বাগানে গিয়ে বিকাল সারে ৪ টায় নিজের উড়না পেঁচিয়ে গাছের সাথে ফাঁস দেয়। এ বিষয়ে স্থানিয় চেয়ারম্যান ইউসুফ খানের সাথে আলাপকালে তিনি জানান ঘটনাটি অবহিত হয়েছেন। শারিরিক অসুস্থতার কারনে তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে তার দপাদার এবং গ্রাম পুলিশদের বিষয়টি পর্যবেক্ষন করার জন্য তাৎক্ষনিক ঘটনাস্থলে পাঠান।
ছালমা আক্তার
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।