শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামনকর্দি গ্রাম থেকে চার্জ ওয়ারেন্ট মামলায় দুই শিশুকে উদ্বার করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে মডেল থানার পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গিয় ফোর্সনিয়ে শিশুদের বাবার বাড়ি থেকে উদ্বার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরনে যানাযায়, ২০০৮ সালে ফরিদগঞ্জ উপজেলার খারখাল গ্রামের খান বাড়ির কুদ্দুস খানের মেয়ে মরিয়ম আক্তারের সাথে মৈশাদী হামনকর্দির সায়েদ খানের ছেলে বিল্লার খানের সাথে বিবাহ ঘটে। বিয়ের পর তাদের সাংশারিক জীবনের ইনম খান খান (৬) ও মিনহাজ খান (৪) নামের দুই শিশুর জন্ম হয়। বিল্লাল খান তার স্ত্রী সন্তার রেখে ঢাকায় একা বাসা ভাড়া নিয়ে ব্যাবসা শুরু করেন। সেখানে থাকা অবস্থায় বিল্লাল খান পরকিয়া সম্পর্ক করে অন্য আরেক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর বাড়িতে এসে প্রথম স্ত্রীকে শারিরিক নির্যাতন করে দুই শিশুকে রেখে বাড়ীতে থেকে স্ত্রী মরিয়ম আক্তারকে বের করে দেয়। মা তার দু সন্তানকে পাওয়ার জন্য চাঁদপুর আদালোতে চার্জ ওয়ারেন্ট মামলা দায়ের করে। অবশেষে পুলিশ আজ মৈশাদী ইউনিয়নের হামনকর্দি গ্রাম থেকে তাদের দুই শিশুকে উদ্বার করে থনায় নিয়ে আসে। আজ উদ্বারকুত দুই শিশুকে আদালোতের মাধ্যমে মায়ের জিম্মায় দেওয়া হবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।