ফরিদগঞ্জ :
একই পরিবারের অবাধ্য ৩ সন্তানসহ চার জনকে পুলিশের হাতে তুলে দিলেন দুই গর্ভধারিণী মা। চাঞ্চল্যকর পৃথক দু’টি ঘটনা ঘটে উপজেলার কাছিয়াড়া ও সন্তোষপুর গ্রামে।
সংশ্লিষ্ট পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কাছিয়াড়া গ্রামের আক্তার হোসেনের বখে যাওয়া তিন সন্তান জাহাঙ্গীর আলম (৩২), আলমগীর হোসেন আলো (২৬) ও মঞ্জুর হোসেন তুহিন (১৮) বেকার জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। বিবাহিত এই ৩ সন্তান টাকা পয়সার জন্য প্রায়ই বাবা-মার উপর মানসিক ও শারীরিক নিপীড়ন-নির্যাতন চালিয়ে আসছিল। সম্প্রতি তাদের বাবা আক্তার হোসেন ২৮ লাখ টাকার জমি বিক্রি করেন। এতে ৩ ভাই মিলে ঐ টাকার জন্য বাবাকে চাপ দেয়। নিরুপায় হয়ে তিনি তাদের ৬ লাখ টাকা দেন। কিন্তু তারা পুরো টাকার জন্য বাবা-মার উপর নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে তারা বাবা-মাকে পিটিয়ে ঘর থেকে বের দেয়। এক মাস আত্মগোপনে থাকার পর অবশেষে তারা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ৩ অবাধ্য সন্তানকে আটক করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
অন্যদিকে সন্তোষপুর গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছোট ছেলে জাকির হোসেন জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রায়ই মা’র উপর নিপীড়ন চালায়। এক পর্যায়ে মা’কে বেদম মারধর করলে তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে আটক করে রোববার আদালতে প্রেরণ করে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।