চাঁদপুর জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে সড়ক দুর্ঘটনা মামলায় পরিবহন চালকদের শাস্তির মেয়াদ ৭ বছর বর্ধিতকরণ রায় পুনর্বিবেচনার দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কুমিল্লা জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা সকালে শহরের ৫নং ঘাট থেকে একটি মৌন র্যালি নিয়ে শহরের নতুন বাজার মেঘনা অয়েল ডিপুর সামনে অবস্থান নেয়। এখানে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির শত শত শ্রমিক নিয়ে দীর্ঘ দু’ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা শাস্তি হ্রাস করার দাবিতে এ সময় বিভিন্ন স্লোগানও দেয়।
বক্তারা বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে শাস্তির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা পুনর্বিবেচনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের কেন্দ্রীয় সংগঠনের সভাপতি আলহাজ শাহজাহান ভূঁইয়ার নির্দেশে সারাদেশে এ কর্মসূচি পালিত হচ্ছে।’
এ সময় শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. সফিউল্যাহ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি গাজী পারভেজ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী, কার্যকরী সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।