– চায়ের দোকানদার কর্তৃক মানসিক রোগের ঔষধে গুরুতর অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে অসুস্থের পরিজন। ঘটনাটি গতকাল রাত সাড়ে ৯ টায় শাহরাস্তি উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের কাজিরকাপ গ্রামে ঘটে। জানা যায়, ওই গ্রামের আলী আশ্রাফের পুত্র আবুল কালাম দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল। ঘটনার দিন কালামের পুত্র রুবেল চায়ের সাথে মানসিক রোগের ঔষধ খাইয়ে দিতে ২টি টেবলেট দিয়ে আসে একই গ্রামের দক্ষিণ পাড়া হাজী বাড়ির কাঞ্চনের চায়ের দোকানে। ওই সময় চা পান করতে কাঞ্চনের দোকানে যান একই গ্রামের পলোয়ান বাড়ির মৃত শেফায়েত উল্লার পুত্র সেকেন্দার আলী সেকু। আর এখানেই ঘটে অনাকাঙ্খিত ঘটনা। অসুস্থ সেকু বলেন, আমাকে কাঞ্চন চায়ের সাথে মানসিক রোগের ঔষধ খাইয়ে দিয়েছে। আমি কয়েক চুমুক চা পান করার পরেই আমার বুক গলা জ্বলতে শুরু করে। এ সময় ডাক চিৎকারে সবাই ছুটে আসে। তারপর আর কিছুই বলতে পারিনা।
প্রত্যক্ষদর্শিরা জানান, রুবেলের বাবা কালাম ঘরে ঔষধ খায়না বিধায় চা দোকানদারের মাধ্যমে চায়ের সাথে ঔষধ খাওয়াতে ২টি টেবলেট দিয়ে গেলে দোকানদার ২কাপে ২টি ঔষধ দিয়ে দেয়। আর ১টি কাপের চা সেকু পান করার কারণে উল্টো পাগলামি শুরু করে সে। ওই সময় উপস্থিত সবাই তাকে আটকিয়ে রাখে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত নাকি লক্ষ্যভ্রষ্ট তা স্পষ্ট নয় বলে তারা জানান। এ দিকে ঘটনায় জড়িত চায়ের দোকানদার কাঞ্চনের খোঁজ নিতে গেলে তার দোকানটি বন্ধ পাওয়া যায়। জানা যায়, অসুস্থের পরিবার এ ব্যাপারে থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।