এম. সাখাওয়াত হোসেন মিথুন
হাজীগঞ্জ উপজেলা জেলার বিভিন্ন অঞ্চলে চিকিৎসার নামে অশ্লীল লিপলেটের ছড়াছড়ি। চিকিৎসার নামে বেহায়পনা লিপলেট হাট বাজারে এক শ্রেণীর কিছু অসাধু চিকিৎসক ছড়িয়ে দিতে দেখা গেছে। প্রচার প্রসারের নামে বিজ্ঞাপন এক শ্রেণীর প্রতারক চক্র নিরীহ কিছু ছেলে মেয়েদেরকে দিয়ে ছড়িয়ে দিচ্ছে অশ্লিল লিপলেট টাকার লোভে মানুষের গায়ে গাড়ী চলাচলের সময় ছুড়ে মারছে। এভাবে চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা প্রতারণার। উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রবেশের পথে চোখে পড়ে এমন অশ্লীল পোষ্টার ও লিফলেট, ব্যানার ও পেষ্টুন। এ সমস্থ লিফলেট ও বিজ্ঞাপনে অশ্লীল ভাষা ও ছবি দেখে সাধারণ মানুষ বিভ্রত বোধ করছে। উপজেলায় প্রায় সহস্রাধীক প্রতিষ্ঠান যৌন চিকিৎসার নামে প্রতারণার ব্যবসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে। বিভিন্ন নামে বে-নামে অফিস হাট বাজার স্কুল-কলেজ এমনকি স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে বিজ্ঞাপনের নামে চলছে অশ্লীল বিজ্ঞাপন ব্যবসা।
এই সমস্থ লিফলেট ও বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেক কিশোর-কিশোরীরা পা বাড়িয়েছে অপরাধ জগতে। প্রতিদিনই সংবাদপত্রের শিরোনাম হচ্ছে মাদক ইয়াবা সহ যুবতীর আটকের খবর। সাধারণ লোকজন জানান, যৌন চিকিৎসার নামে এই সমস্থ অশ্লীল লিফলেট ও বিজ্ঞাপনে উঠতি বয়সে ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাই এ সমস্থ প্রতারণ ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে শান্তি প্রদান করার জন্য মনে করেন সচেতন মহল।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।